নিজস্ব সংবাদদাতা , মালদা , ২০ নভেম্বর : মালদার সুজাপুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ছয়। বৃ্হস্পতিবার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। আহত হয় বেশ কয়েকজন।এদের মধ্যে কারখানার এক মালিক আবু সাইদের অবস্থার অবনতি হওয়ায় তাকে কোলকাতায় স্থানান্তরিত করা হলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।এদিন ঘটনাস্থলে আসে এসটিএফের এক প্রতিনিধি দল। বিস্ফোরণস্থল থেকে তারা বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে।
তবে এই বিস্ফোরনের নেপথ্যে কি রয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ কর্তারা। পাশাপাশি এদিন ঘটনাস্থলে যায় ডিভিশনাল কমিশনার সৈয়দ আহন্মেদ, জেলাশাসক রাজর্ষি মিত্র, সদর মহকুমাশাসক সুরেশ রানো সহ অন্যান্য পদস্থ কর্তারা।পাশাপাশি এদিন আহতদের দেখতে মালদা মেডিক্যাল কলেজেও যান তারা। ঘটনার তদন্তে শনিবার রাজ্যের ফরেন্সিক দল আসতে পারে বলে জানা গিয়েছে প্রশাসনসুত্রে।উল্লেখ্য সুজাপুরে বৃ্হস্পতিবার সকাল ১১টা নাগাদ প্ল্যাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের।আহত হয়েছিলেন বেশ কয়েকজন। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।বিস্ফোরণের পর ঘটনাস্থল ও হাসপাতালে যান জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃ্হস্পতিবার বিকেলে এসে পৌছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নূরসহ অন্যান্য নেতৃত্বকে নিয়ে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম।পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে কারখানায় বিস্ফোরণে মৃত ও আহতদের আর্থিক চেক প্রদান করেন ফিরহাদ হাকিম।