নিজস্ব সংবাদদাতা , মালদা , ২০ নভেম্বর : বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল চার বছর বয়সী এক শিশুর।শুক্রবার দূর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার রায়পুর এলাকায়। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা রায়পুরে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হয়।পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম ইমাম।ওই এলাকারই বাসিন্দা সে।
এদিন রাস্তার ধারে বসে খেলা করছিল সে। সেইসময় দ্রুতগতিতে আসা মালদা-পাকুয়াগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমামের।এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পথ নিরাপত্তার দাবীতে রায়পুরে মালদা পাকুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বাসটিকে আটক করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবীতে সরব হয়েছে স্থানীয়রা।পরে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।