নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৯ নভেম্বর : নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকাবাসিরা।বৃ্হস্পতিবার এই
চাঁচলের ওমরপুর মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, চাঁচলের পাঞ্চালিপাড়া থেকে মতিহারপুর পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল।
ফলে বেহাল এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছিল আশেপাশের ১৪টি গ্রামের বাসিন্দারা।ফলে বহুদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবী জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা। এরপরেই গ্রামবাসীদের দাবি মেনে বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরুও হয়।কিন্তু রাস্তা পরিষ্কার না করে শুধুমাত্র পাতলা করে পিচের আস্তরণ দেওয়ার ফলে এখনই তা উঠতে শুরু করেছে। বাবুলাল মার্ডি নামে এক গ্রামবাসী বলেন, রাস্তায় পিচের নামে যে প্রলেপ দেওয়া হয়েছে তা এখনই উঠতে শুরু করেছে। যেসব উপকরণ দিয়ে কাজ হচ্ছে তাও অত্যন্ত নিম্নমানের।ফলে রাস্তাটি কিছুদিন যেতে না যেতেই ফের আগের দশা হয়ে যাবে বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এমনকী ঠিকাদার সংস্থার কর্মীদের কাছে কাজের শিডিউল দেখতে চাইলে তারা শিডিউল দেখাননা বলে অভিযোগ এনেছেম গ্রামবাসীরা। এই কারণে বৃ্হস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।নিয়ম মেনে, উন্নত মানের উপকরণ দিয়ে রাস্তার কাজ করার দাবী এনেছেন তারা। যদিও তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার সংস্থার অধীনস্থ কর্মীরা।শিডিউল মেনেই সমস্ত কাজ হচ্ছে বলে দাবী কর্মীদের।