হেমতাবাদ, ১১ জুলাই : পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। রবিবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের দরিমানপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম কমল টুডু (২৯)।
সে কালিয়াগঞ্জের ভুরকুটপাড়া এলাকার বাসিন্দা। জানা যায়, মৃত ওই যুবক হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের দরিমানপুরে তার মেসো তালা সোরেনের বাড়িতে থাকত। গত রাত থেকে নিখোঁজ ছিল ওই যুবক। খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ মেলেনি, এরপর রবিবার সকাল ৬.৩০ নাগাদ স্থানীয়রা এলাকার এক পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখে। ঘটনার জেরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
আরও খবর পড়ুন : ২৮ বছর পর শাপমোচন। কোপা চ্যাম্পিয়ন নীল সাদা আর্জেন্টিনা