রায়গঞ্জ, ১১ জুলাই : উত্তর দিনাজপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের৷ শনিবার দুপুরে জেলার ডালখোলা থানার সূর্যাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকার বাসিন্দা পেশায় কৃষক অবিনাশ হালদার গিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত দফতরে কাজে।
সেখান থেকে ফেরার সময় জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি৷ তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সুর্যাপুরে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। অন্যদিকে শনিবার গভীর রাতে জেলার ইটাহার থানার লক্ষীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। জানা গিয়েছে মৃতের নাম সাজিদুল আলী। তার বাড়ি বিধিবাড়ি এলাকায়। রাতে এক বন্ধুকে নিয়ে আত্মীয় বাড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন৷ একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদুল আলীর। গুরুতর আহত হন তার বন্ধু আল আমীন হোসেন। সাজিদুল আলী পেশায় ছিলেন রাজমিস্ত্রী৷ আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আরও খবর পড়ুন : পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য এলাকায়আরও খবর পড়ুন :