নিউজ ডেস্ক, ১১ জুলাই : অবশেষে দীর্ঘ ২৮ বছর বাদে শাপমোচন। ডি’মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে টানা ১৩ ম্যাচের অপরাজেয় থাকার রেকর্ড চূর্ণ করে দিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির হাতে কাপ তুলে দিল এঞ্জেল ডি মারিয়ার একটা নিখুঁত ফিনিশিং।
১৯৯৩ সালের পর প্রথমবার কোপা জিতল আর্জেন্টিনা। অর্থাৎ, ২৮ বছর ধরে বড় মানের আন্তর্জাতিক ট্রফির জন্য যে অপেক্ষা আর্জেন্টিনা সমর্থকদের করতে হয়েছিল, সেই অপেক্ষার অবসান ঘটল মেসিদের হাত ধরেই।এদিন ম্যাচের মাত্র ২২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের বাড়ানো ক্রস থেকে ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত লফটেড শটে গোলে পাঠিয়ে দেন। ২০০৪ সালের পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন কোনও আর্জেন্টিনার ফুটবলার। এই গোলই লিওনেল স্কালোনির দলের হয়ে ইতিহাস লিখে দিল। যে ব্রাজিল গোটা টুর্নামেন্টে ঝড় তুলেছিল, সেই ব্রাজিল আজ ফাইনালে কোথায় যেন হারিয়ে গেল। নেইমার-পাকুয়েতাদের আজ আলাদা করে খুঁজতে হলো। বিশাল মারাকানার মাঠে এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে আজ হাজির ছিলেন তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক৷ অঙ্ক খুবই কঠিন আর খেলায় দিনের শেষে অঙ্কেরই দাপট টের পাওয়া গেল৷ কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা৷ গোল যাঁর নামের পাশে খোদাই করা তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া৷ প্রথমার্ধের ২২ মিনিটে যখন এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা, তখন মরিয়া চেষ্টা করে খেলায় সমতা ফেরানোর চেষ্টা করছিল নেইমাররা। তবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গেলেও কাজের কাজ হয়নি। অবশেষে সাম্বা ব্রিগেডকে হারিয়ে হাসি মুখে-উচ্ছ্বাসে মাঠ ছাড়লেন ডি মারিয়া, মেসিরা। তারপরই মাতলেন সেলিব্রেশনে।