চাকরি বাতিলের তালিকায় প্রাক্তন সভাধিপতির নাম

চাকরি বাতিলের তালিকায় প্রাক্তন সভাধিপতির নাম

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২৭ শে জুলাই : স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত চাকরি বাতিলের তালিকায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদ্য প্রাক্তন সভাধিপতির নাম। কবিতা বর্মনের নাম উঠে এল তালিকার ৩০০ নম্বরে। যাকে ঘিরে শোরগোল তৈরী হয়েছে জেলা তথা রাজ্য জুড়ে।

পরিকাঠামো উন্নয়নে প্রথম রাজ্যে সেরা থানা বালুরঘাট

বুধবার এসএসসির অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষকদের চাকরি বাতিলের একটি তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে নাম রয়েছে ৯০৭ জনের। সেই তালিকার সিরিয়ালে ৩০০ নম্বরে নাম রয়েছে কবিতা বর্মনের। কবিতা দেবী, গতবার পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সভাধিপতি নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি পেশায় রায়গঞ্জের বালিজোল হাইস্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা। এবারে পঞ্চায়েত নির্বাচনে অবশ্য টিকিট পাননি তিনি। কবিতা বর্মনের স্বামী প্রফুল্ল বর্মন তৃণমূলের জেলা কমিটির সদস্য। বৃহস্পতিবার আরসিটিভি সংবাদের প্রতিনিধি কবিতা বর্মনের মুখোমুখি হন। প্রাক্তন সভাধিপতি জানান, ২০১৬ সালে তিনি চাকরির পরীক্ষায় বসেছিলেন। লিখিত ও ভাইভায় উত্তীর্ন হয়ে ২০১৮ সালে চাকরি পান কবিতা বর্মন।

 

এদিকে সম্প্রতি শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগ ঘিরে ব্যপক জলঘোলা শুরু হয়। তার নিরিখে সর্ব্বোচ্চ আাদালতের নির্দেশে এই চাকরি বাতিলের একটি তালিকা প্রকাশ করেছে কমিশন। এই তালিকায় যাদের নাম রয়েছে তারা অবৈধ ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ কবিতা দেবী। তিনি নিয়ম নীতি মেনে চাকরি পেয়েছেন বলে দাবী তার। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।অপরদিকে কবিতা দেবীর স্বামী তথা জেলা তৃনমূল নেতা প্রফুল্ল বর্মন জানান, তিনি এই খবর জানার পর মর্মাহত। কবিতা দেবী ভালো ছাত্রী ছিলেন। যথাযথভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন।

কিন্তু তারপরও এমন ঘটনা সামনে আসায় নেপথ্যে রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারন থাকতে পারে বলে তার অনুমান। প্রয়োজনে আদালতে যাওয়ার কথা জানান তিনিও।এদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রাক্তন সভাধিপতিকে তীব্র আক্রমন সানিয়েছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ। চাকরি চুরির অভিযোগে বিদ্ধ করেন তিনি।কবিতা বর্মনের পাশাপাশি রাজ্য সরকারকে অযোগ্য বলে আক্রমন সানালেন সিপিএমের শহর কমিটির সম্পাদক তীর্থ দাস।একইভাবে এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির উত্তর শহর মন্ডল সভাপতি অভিজিৎ যোশী।প্রসঙ্গতঃ নিয়োগ দূর্নীতি মামলায় শুরু থেকেই তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িয়ে পরেছেন। এবারে সেই সংযোজন হল কবিতা বর্মনের নাম। এখন এই জল কতদুর গড়ায় সেটাই দেখার।

Next Post

অবাক রাস্তা! যাতায়াতে বদলাতে হয় পোষাক

Sat Aug 5 , 2023
চোপড়া , ৫ই আগস্ট : রাস্তা তো রয়েছে বহু রকম কিন্তু এই রাস্তা যেন সবার থেকে আলাদা। কারণ এই রাস্তার মাঝ দিয়ে বইছে জল। অবাক করা এই রাস্তার দেখা মিলবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মলানীগছ এলাকায়। মলানীগছ থেকে টেপাগাও পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার মধ্যে তৈরি […]
নিজস্ব চিত্র

আপনার পছন্দের সংবাদ