
নিউজ ডেস্ক, ৬ জুলাই : মোদী মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে নয়াদিল্লিতে। কিন্তু জল্পনার মাঝেই আট রাজ্যের রাজ্যপাল বদল করল কেন্দ্র।কে কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন চলুন দেখে নেওয়া যাক
১/ কেন্দ্রীয় সমাজ কল্যান মন্ত্রী তথা বিজেপি রাজ্যসভার সাংসদ থাওয়ারচাঁদ গহলৌতকে কর্নাটকের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে।
২/ মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করা হয়েছে।
৩/ মিজোরামের নতুন রাজ্যপাল হয়েছেন হরিবাবু কাম্ভামপাতি।
৪/ হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে পাঠানো হয়েছে ত্রিপুরাতে।
৫/ ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাসকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপাল করে।
৬/ হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন বন্দারু দত্তাত্রেয়। তাঁকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে।
৭/ হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর।
৮/ মধ্যপ্রদেশের রাজ্যপাল হয়েছেন মঙ্গুভাই ছঙ্গনভাই পটেল।
আরও খবর পড়ুন : গোয়ালপোখরে ধৃত ১ বাংলাদেশী
