নিজস্ব সংবাদদাতা , কালিয়াচক , ২১ নভেম্বর : মালদার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্তে এলো রাজ্য ফরেন্সিক টিমের আধিকারিকেরা। শুক্রবার বিকেলে মালদায় পৌছায় ফরেন্সিক টীমের আধিকারিকেরা।এরপরে সন্ধ্যায় জেলা প্রশাসনের কর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে যায় ফরেন্সিক দল।
এরপর শনিবার সকালে ফের বিস্ফোরণস্থলে যায় ফরেন্সিক টিম।সেখানে পৌছে বিস্ফোরণস্থল খতিয়ে দেখে টিমের সদস্যরা।প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে তারা। এদিন নমুনা সংগ্রহ করার সময় মেশিনের নীচ থেকে তার টানতে গিয়ে আচমকাই আগুন বেরিয়ে আসে। যদিও তৎক্ষণাৎ তা নিভিয়ে ফেলা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষা করে দ্রুততার সঙ্গে রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছেন ফরেন্সিক টিমের সদস্য চিত্রাক্ষ সরকার।উল্লেখ্য গত বৃ্হস্পতিবার ওই কারখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। আহত হয় বেশ কয়েকজন। এরমধ্যে শুক্রবার মৃত্যু হয় আরো একজনের। অন্যদিকে বৃ্হস্পতিবারই মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা পৌছে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মালদা মেডিক্যালে আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।সেখানে কারখানায় বিস্ফোরণে মৃত ও আহতদের ক্ষতিপূরণের চেক প্রদান করেন তিনি।