
মালদা, ২১ জুন : কালিয়াচক কান্ডে প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের সামনে। এবারে এই ঘটনার তদন্ত শুরু করলো সিআইডি।ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে স্পেশ্যাল টাস্ক ফোর্স উল্লেখ্য এই কান্ডে ধৃত আসিফকে ১২দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
পাশাপাশি তার দুই বন্ধু সাবির আলি ও মেহফুজ আলমকে চারদিনের জন্য পুলিশী হেফাজত দিয়েছে বিচারক। এবিষয়ে ইতিমধ্যেধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। অন্যদিকে হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে তদন্তকারীরা। পরিবারের চারজনকে কি খাইয়ে হত্যা করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য চার জন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে।যদি তাদের হত্যাকান্ডের চারমাস কেটে যাওয়ায় কতটা সুবিধে হবে তা নিয়ে সন্দিহান তদন্তকারীরা।পাশাপাশি তাদের বাড়িটির গঠনপদ্ধতি নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। বাড়িটির নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রাজমিস্ত্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বাড়িটি স্থানীয় কোন মিস্ত্রীর দ্বারা তৈরি হয়নি বলে ধারণা তদন্তকারীদের।বাড়িটির নির্মাণকাজের জন্য বাইরে থেকে মিস্ত্রী নিয়ে আসা হয়েছিল।পাশাপাশি তাঁর হ্যাকিং কর্মকান্ড নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।কোন কোন সাইট আসিফ হ্যাক করেছে তা দেখছে পুলিশ। এমনকী সে পুলিশের সাইবার সেলও হ্যাক করেছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।
