আরসিটিভি সংবাদ – বন্ধুদের গল্পের আসরেই চললো গুলি, গুরুতর জখম এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। যদিও প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রকাশ্যে চায়ের আড্ডায় চললো গুলি। গুলিবিদ্ধ এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়।জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এলাকার এক চায়ের দোকানের সামনে গল্পগুজব করছিলো এলাকারই কয়েকজন যুবক। সেসময় শামীম বিশ্বাস নামে এক যুবক মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে গুলি ছুড়তে উদ্যত হয়।
আরও পড়ুন – জলপাইগুড়িতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস
তাকে বেশ কয়েকবার বাঁধাও দেয় সেখানে বসে থাকা বাকী যুবকেরা।কিন্তু তারপরও সে গুলি চালাতে গেলে, বাধা দিতে গিয়ে জাহাঙ্গীর বিশ্বাস নামে এক যুবকের বাম পায়ে গুলি লাগে। গুলির খোলটি তার বুকে গিয়ে আঘাত করে।ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে, পরে মালদার এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন – বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩৪ জন শিশু
এই ঘটনায় শামীম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায়। কি করে তার হাতে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়াতেই শাসকদলের তরফে আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির।
আরও পড়ুন – বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত এক কিশোরী সহ তিন
যদিও সমাজবিরোধীদের আসরেই গুলি চালানোর ঘটনা ঘটে। প্রশাসন গোটা ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু।