নিউজ ডেস্ক , শাশ্বতী চক্রবর্তী : টানা সাতদিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ACP) উদয় শংকর বন্দ্যোপাধ্যায় । পুলিশ সূত্রে জানা যায়, গত সাতদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হন কলকাতা পুলিশের উপনগরপাল উদয়শংকর বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থার অবনতির কারণে গত চারদিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।তবে শেষমেশ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোরে করোনাযুদ্ধে হার মানলেন উপনগরপাল উদয়শংকর বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতিতে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন পুলিশ কর্মীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮০০।
আরও পড়ুন .. কমতে পারে মদের দাম স্বস্তিতে সুরাপ্রেমীরা
তবে এর আগে ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পদের অফিসাররা করোনা লড়াইয়ে হার মানলেও এই প্রথম ভাইরাস প্রাণ কাড়ল কোনও উপনগরপালের। এ নিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হলো কলকাতা পুলিশের ৯ জন কর্মীর।
আরও পড়ুন …বনমন্ত্রীর হোর্ডিং ঘিরে জল্পনা রায়গঞ্জে