নিউজ ডেস্ক : রাশিয়ার কট্টর বিরোধী নেতা আলেক্সাই নাভালনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের আই সি ইউ তে ভর্তি রয়েছেন। রাশিয়ার দ্বিতীয় ও চতুর্থ তম প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক নম্বর সমালোচক হিসাবে বিশ্ববন্দিত আলেক্সাই নাভালনির এই অসুস্থতার ঘটনায় তোলপাড় এখন বিশ্ব রাজনীতি। তার শরীরে বিষক্রিয়া হয়েছে বলে খবর। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমশাই এই অভিযোগ প্রকাশ্যে এনেছেন।
তিনি ট্যুইট করে দাবি করেছেন, পরিকল্পনা করে বিষ প্রয়োগই করা হয়েছে নাভালনিকে। প্লেনে করে সাইবেরিয়া থেকে মস্কো যাচ্ছিলেন নাভালনি।
সেই সময় অসুস্থ বোধ করেন তিনি। এমতাবস্থায় বিমানের জরুরি অবতরণ করানো হয়। ওনার শরীরে বিষক্রিয়ার রিপোর্ট মিলেছে। মনে করা হচ্ছে চায়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে দেওয়ার কারণেই বিষক্রিয়া হয়েছে। ঘটনার দিন সকালে তিনি চা ছাড়া আর কিছুই খাননি।
প্রসঙ্গত, রাশিয়ার শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আগাগোড়াই সরব মধ্য চল্লিশের নাভালনি । অতীতেও হামলার শিকার হয়েছেন তিনি।সুত্রের খবর সাইবেরিয়ার একটি হাসপাতালে রয়েছেন নাভালনি।