নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : আচমকাই রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বেজে উঠল সাইরেন। যাকে ঘিরে আতঙ্ক তৈরী হয়ে যায় এলাকার মানুষ ও বন্দীদের আত্মীয় পরিজনদের মধ্যে। কিন্তু পরে বেড়িয়ে এল আসল তথ্য। জেল সূত্রের খবর, আদতে এদিন রুটিন প্র্যাকটিস।
যার কারনে এই এলার্ম বাজানে হয়। জরুরী ভিত্তিতে জেলের নিরাপত্তা ব্যবস্থা ঝালাই করার উদ্দেশ্যেই এই আয়োজন। এদিন বহরমপুর রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে এই কর্মকান্ড ঘটানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেল সুপারিন্টেন্ডেন্ট রাজেশ কুমার মন্ডল, দমকল আধিকারিক বিকাশ গুপ্তা সহ অন্যান্যরা। এদিন জেল সুপারিন্টেন্ডেন্ট রাজেশ কুমার মন্ডল জানান, জরুরী ভিত্তিতে জেলের কর্মীদের কার্যকারিতা নিয়ে প্রাকটিস করা হল৷ মাঝে মধ্যেই এধরনের প্র্যাকটিস চলে। অপরদিকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন দমকল আধিকারিক বিকাশ গুপ্তা।