নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : শহরের রাস্তায় প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনায় ৩ যুবককে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ঘড়িমোর সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রের খবর, ধৃতরা হল ধীরাজ শর্মা, সনু কুমার যাদব এবং প্রিয়াংশু কুমার। প্রত্যেকেই বিহারের কাটিহার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন এই ৩ জন প্রকাশ্য রাস্তায় মদ্যপান করছিলেন। ঘটনার কথা জানতে পেরে সেখানে হানা দেয় পুলিশ। পুলিশ তাদের আটক করে। সেসম কিছুটা উত্তেজনা ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিহারে মদ নিষিদ্ধ। তাই বিহারের এই ৩ বাসিন্দা রায়গঞ্জে এসে অত্যুৎসাহী হয়ে রাস্তাতেই মদ্যপান করছিল। পুলিশের ভুমিকাকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।