পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধিতে স্কুলে বসলো স্যানিটারি ভেন্ডিং মেশিন

নিউজ ডেস্কঃ  পিরিয়ড নিয়ে আজও নানা বিধিনিষেধ বিদ্যমান সমাজের বিভিন্ন স্তরে। এখনো এবিষয়ে কথা বলতে গিয়ে অস্বস্তি অনুভব করে বহু মানুষ। কিন্তু মহিলাদের এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে ট্যাবু দূরীকরণে ও বয়ঃসন্ধিকালীন ছাত্রীদের সচেতন করতে উদ্যোগী হল মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তুলসীহাটা হাইস্কুল কর্তৃপক্ষ। পিরিয়ডকে ঘিরে সংক্রমণ এড়াতে স্কুলে বসানো হল স্যানিটারী ভেন্ডিং মেশিন।মাত্র ৫টাকার বিনিময়ে এখানে মিলবে স্যানিটারি প্যাড।

পুরীর রথযাত্রা এবছর দুদিন,কিন্তু কেন?

দূরদূরান্ত থেকে ছাত্রীরা পড়তে আসেন এখানে। ঋতুকালীন সময়ে অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহারের ফলে সমস্যায় পড়তে হয় তাদের।দামের কারণে তারা স্যানিটারি ন্যাপকিনও ব্যবহার করতে পারেনা। এনিয়ে ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করেই পঞ্চায়েত কর্তৃপক্ষর দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। পঞ্চায়েতের সহযোগিতায় বৃহস্পতিবার স্কুলে বসানো হয় স্যানিটারি ভেন্ডিং মেশিন।

সবজির অগ্নিমূল্যের জেরে নাজেহাল আমজনতা

এদিন এই মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সুমা খাতুন, বিরোধী দলনেত্রী মোহবা বিবি সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। গ্রামীণ এলাকার স্কুলের এই অভাবনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সুমা খাতুন।

দেওরকে আটকে মুক্তিপণ দাবী বৌদির

অন্যদিকে এরফলে স্কুলের মুকুটে এক নতুনপালক যুক্ত হলে বলে মনেকরছেন স্কুল কর্তৃপক্ষ।অপরদিকে এই উদ্যোগে তাদের সমস্যার যেমন লাঘব হয়েছে, তেমনই তারাও এবিষয়ে আরো সচেতন হবে বলে মনে করছেন পড়ুয়ায়া। 

Next Post

বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা

Thu Jul 18 , 2024
নিউজ ডেস্ক : মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। হামলা চলল পুলিশের উপর। আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীকে। আক্রান্ত হয়েছেন মানিকচক থানার আইসি। জনতা পুলিশ খন্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে এলাকা।এর পাশাপাশি উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। পুলিশের গাড়ি ভাঙচুর করে নয়ানজুলিতে ফেলে দেওয়া […]

আপনার পছন্দের সংবাদ