নিউজ ডেস্ক : মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। হামলা চলল পুলিশের উপর। আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীকে। আক্রান্ত হয়েছেন মানিকচক থানার আইসি। জনতা পুলিশ খন্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে এলাকা।এর পাশাপাশি উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। পুলিশের গাড়ি ভাঙচুর করে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধিতে স্কুলে বসলো স্যানিটারি ভেন্ডিং মেশিন
অভিযোগ, বেহাল বিদ্যুৎ পরিষেবা। যার জেরে মালদার মানিকচকে নিত্যদিন লোডশেডিং এর সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মালদহ- মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশকর্মীরা। এরপরই উত্তেজিত জনতা এবং পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। আক্রান্ত হতে হয় পুলিশকর্মীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা জেলার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা।
স্থানীয় ২টি ক্লাবের ঝামেলায় আক্রান্ত বেশ কয়েকজন
উত্তেজনা প্রশমনে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। পাশাপাশি এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় গুরুতর আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।অপরদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বাম নেতৃত্ব। বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাম নেতা দেবজ্যোতি সিনহা।