নিউজ ডেস্ক : প্রেমিকের সঙ্গে মিলে পঞ্চম শ্রেণির পড়ুয়া দেওরকে মারধোর করে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠলো বৌদির বিরুদ্ধে। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার যদুপুরে। জানা গিয়েছে, চলতি মাসের আট তারিখে স্থানীয় হাইস্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়া দেওরকে নিয়ে তার বৌদি বিহারের কাঠিহারে বাবার বাড়িতে আসবে বলে নিয়ে আসে।এরপরই প্রেমিকের সঙ্গে মিলে ওই কিশোরকে শারীরিক নির্যাতন করে তাকে আটকে রাখে।
নিখুঁত মূর্তি গড়ে নজর কাড়ছে কিশোর শিল্পী
কিশোরের মারধোরের ভিডিও করে পরিবারের লোকেদের কাছে পাঠায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এমনকী তার মুক্তিপণ বাবদ দুলক্ষ টাকা দাবীও করে পরিবারের কাছে। মুক্তিপণ না পেলে প্রাণে মেরে ফেলারও হুমকী দেয়। এই ঘটনা জানতেই ছেলেকে ফিরে পেতে ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে তাদের ফিরিয়ে দেয় পুলিশ। এমনকী ভিনরাজ্যে ঘটনা হওয়ায় সেখানকারথানায় অভিযোগ জানাতে বলেছে তাদের। এরপর থেকে ছেলের সন্ধানে দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।ছেলেকে ফিরিয়ে আনবার জন্যে পুলিশের কাছে আর্জি জানিয়েছে পরিবারের সদস্যরা