কৃষ্ণসার হরিণ শিকার সংক্রান্ত অস্ত্র মামলায় আদালতে হাজিরার নির্দেশ সলমান খানকে

নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : কৃষ্ণসার হরিণ শিকার মামলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড তারকা সলমান খানের (Salman Khan)। ১৯৯৮ সালের সেই ঘটনা। ১৯৯৮ সালের সেপ্টেম্বরে যোধপুর গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন সহ অভিনেতা সইফ আলি খান(Saif Ali Khan), টাব্বু ও অভিনেত্রী সোনালী বেন্দ্রেকে সঙ্গে নিয়ে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে সলমান খানের বিরুদ্ধে।

এনিয়ে সলমান খানের কাছে যে অস্ত্র উদ্ধার করা হয়েছিল সেটির লাইসেন্স পেরিয়ে গিয়েছিল। তাই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা চলছে। এই মামলায় সিএমজে কোর্ট তাঁকে প্রমাণের অভাবে ছাড় দিয়েছে। কিন্তু রাজস্থান সরকার সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে যোধপুরের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে। মঙ্গলবার যোধপুরের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট সলমন খানকে কৃষ্ণসার শিকার মামলায় এবং অস্ত্র আইনে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল। আগামী ২৮ সেপ্টেম্বর তারিখ তাঁকে হাজিরা দিতে হবে আসালতে। তারপর আদালত তাঁকে জানাবে, কবে হবে আগামী শুনানি৷

Next Post

সাংসদ অভিনেত্রীকে কটূক্তি ট্যাক্সি ড্রাইভারকে টেনে রাস্তায় নামিয়ে প্রতিবাদে সরব দাবাঙ মিমি

Tue Sep 15 , 2020
নিউজ ডেস্ক , ১৫ সেপ্টেম্বর : সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) কটূক্তির ও অশ্লীলভঙ্গিতে আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। সোমবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের পুলিশের কাছে করা অভিযোগের।ভিত্তিতে আনন্দপুর এলাকার বাসিন্দা দেবা যাদবকে (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে গড়িয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তি […]

আপনার পছন্দের সংবাদ