সাংসদ অভিনেত্রীকে কটূক্তি ট্যাক্সি ড্রাইভারকে টেনে রাস্তায় নামিয়ে প্রতিবাদে সরব দাবাঙ মিমি

নিউজ ডেস্ক , ১৫ সেপ্টেম্বর : সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) কটূক্তির ও অশ্লীলভঙ্গিতে আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। সোমবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের পুলিশের কাছে করা অভিযোগের।ভিত্তিতে আনন্দপুর এলাকার বাসিন্দা দেবা যাদবকে (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে গড়িয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তি পেশায় ট্যাক্সি চালক বলে জানা গেছে।

সোমবার রাত দেড়টা নাগাদ অভিনেত্রী জিম থেকে নিজের গাড়িতে চেপে বালিগঞ্জ বাড়ির দিকে যাচ্ছিলেন। সেসময় তার গাড়ির কাঁচ নামানো ছিলো। একটি ট্যাক্সিচালক তার ট্যাক্সি নিয়ে প্রথমে ওভারটেক করে তার গাড়িকে। অভিযুক্ত ওই ট্যাক্সিচালক সাংসদ অভিনেত্রী মিমি কে দেখে কটুক্তি এবং অশ্লীলভঙ্গিতে আচরণ করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সি চালককে টেনে নামান তিনি। সাংসদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দেব যাদবকে গ্রেফতার করে। সাংসদের সাথেই যদি এমন ঘটনা ঘটে তবে মেয়েরা রাস্তায় কতটা নিরাপদ সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি ! তাই তার এই দাবাঙ অ্যাটিটিউড নিঃসন্দেহে প্রশংসনীয়।

Next Post

সি আর সেভেনকে টপকে বিশ্বের ধনী ফুটবলার লিও মেসি

Tue Sep 15 , 2020
নিউজ ডেস্ক , ১৫ সেপ্টেম্বর :  ফোর্বস এর তালিকায় ২০২০ চলতি বর্ষে সর্বোচচ উপার্জনকারী ফুটবলার হিসেবে ১ নম্বরে উঠে এলো লিও মেসির (Leo Messi) নাম। চলতি বছরের জুন মাসে প্রথম ১০০ কোটি ডলারের মালিক হন সি আর সেভেন(C. R. Seven)। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরেই রোনাল্ডকে(Ronaldo) পেছনে ফেলে সব হিসেব নিকেশকে […]

আপনার পছন্দের সংবাদ