সৈইফের ওপর হামলায় বাংলাদেশী যোগ? গ্রেফতার মূল অভিযুক্ত! জানুন বিস্তারিত..

সৈইফের ওপর হামলার ঘটনা


    ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ের বান্দ্রায় ( mumbai bandra ) নিজের বাড়িতেই হামলা চালানো হয়েছিল বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর ( attack on bollywood actor saif ali khan ) । দুষ্কৃতীরা ছ’ বার কোপ মারে অভিনেতার শরীরে। এমনকি ছুরির আঘাতে অভিনেতার শিরদাঁড়াতেও চোট লাগে বলে খবর ।ঘটনার পর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী ( admited mumbai’s leelabati hospital ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার ( operation) করা হয় তাঁর । অস্ত্রোপচারের পর আইসিইউতে ( icu ) রাখা হয় তাকে ।ঘটনায় স্বাভাবিক ভাবেই চিন্তিত তাঁর পরিবার ও অনুরাগীরা ( tensed family and fans ) ।

    গ্রেফতার মূল হামলাকারী!

      ইতিমধ্যে হামলার ঘটনায় রবিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ( arrest ) করেছে মুম্বই পুলিশ । জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহম্মদ শরিফুল ইসলাম । গ্রেফতারের সময় অভিযুক্ত নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। ধৃত ব্যক্তি বাংলাদেশী অনুপ্রবেশকারী । জানা গিয়েছে, প্রায় ৬ মাস আগে মুম্বইয়ে এসে বসবাস শুরু করেন তিনি।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি একাধিক বার নিজের নাম পরিচয় গোপন রেখেছে । রবিবার ভোররাতে মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ গ্রেফতার করে এই অভিযুক্তকে । হিরানন্দানি শিবিরের কাছে লুকিয়ে ছিল সে । রবিবার ভোররাতে থানে থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতকে । একই দুষ্কৃতী কিছুদিন আগেই বলিউডের বাদশা শাহরুখ ( bollywood badsha shah rukh khan) খানের বাড়ির সামনেও ঘোরাফেরা করছিল ।

      কত খরচ পড়ল অস্ত্রোপচারে?

        সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ( leaked documents on social media ) অভিনেতা সইফ আলি খানের চিকিৎসার একাধিক নথি ফাঁস হয়েছে । একেই তো হাই প্রোফাইল সেলিব্রিটি ( high profile celebrity) তার ওপর আঘাতও বেশ মারাত্মক । জানা গেছে, অভিনেতার শিরদাঁড়াতেও চোট লেগেছে । সব মিলিয়ে বীমা কোম্পানির কাছে সৈইফের পক্ষ থেকে মোট ৩৫ লক্ষ টাকা আবেদন করা হয়েছে। তবে বীমা প্রদানকারী কর্তৃপক্ষ অনুমোদন করেছেন ২৫ লক্ষ টাকা। তবে বর্তমানে তিনি সুস্থতার পথেই এগোচ্ছেন। এখন অনেকটা বিপদমুক্ত রয়েছেন । তবে পুরোপুরি ভাবে সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রের খবর, সোমবারের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে । 

        Next Post

        মৃত্যুদন্ড নয়! আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয়ের । আরও কি বললেন বিচারক? দেখুন...

        Mon Jan 20 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email শিয়ালদহ আদালতে হাজির করানো হয় সঞ্জয়কে আজ ২০ জানুয়ারী অর্থাৎ সোমবার । আর জি করে ধর্ষণ ও খুন কান্ডে গত ১৮ ই জানুয়ারী সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করা হয় । এই মামলার রায় দেন শিয়ালদহ নগর ও […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!