নিউজ ডেস্ক, ৩ সেপ্টেম্বর : আদালত অবমাননার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, নিজের পকেট থেকে ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
এবং ওই জরিমানা দিতে হবে এক সপ্তাহের মধ্যেই। একই সঙ্গে আদালতে নির্দেশ দিয়েছে, ওই মামলাকারীদের প্রাপ্ত নম্বর দিতে হবে। তাঁরা যদি পাশ নম্বর পেয়ে থাকেন তবে টেট সার্টিফিকেটও দিতে হবে। তারপর ইন্টারভিউ নিয়ে চাকরি দিতে হবে। উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁদের পুরো নম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই নম্বর দেওয়া হয়নি। মানিক ভট্টাচার্যকে ৩লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৯ জন মামলাকারীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে দিতে হবে তাঁকে। ব্যক্তিগতভাবে জরিমানা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।