হেমতাবাদ, ২৯ আগস্ট : হেমতাবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন দুপুরে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, করণদিঘির বিধায়ক গৌতম পাল, হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মণ, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধীপতি কবিতা বর্মনকে এদিন সম্বর্ধনা জানান উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানী সহ অন্যান্য নেতৃত্বেরা। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, দুই ব্লক সহ সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত, মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।