ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা সভা

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা সভা

ডালখোলা, ৩০ আগস্ট : ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা সভা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। রবিবার সন্ধ্যায় স্থানীয় সুভাষপল্লীর তেরাপন্থ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। করণদীঘির বিধায়ক গৌতম পাল, ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক তনয় দে সহ প্রশাসক মন্ডলীর সদস্যদের সংবর্ধনা জানানো হয় ডালখোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।

এদিনের অনুষ্ঠানে ডালখোলা ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পদ কুমার আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধায়কের পাশাপাশি নতুন পৌর প্রশাসক ও প্রশাসক মন্ডলীর সদস্যদের সংবর্ধনা দেওয়া হলো রবিবার। এদিন রাতে স্থানীয় সুভাষপল্লীর তেরাপন্থ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ডালখোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। করনদীঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ ডালখোলা পৌরসভার নতুন পৌরপ্রশাসক তনয় দের পাশাপাশি প্রশাসক মন্ডলীর সদস্যদেরও সংবর্ধনা দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। ব্যবসায়ী সমিতি সভাপতি সম্পদ কুমার আগরওয়াল বলেন, ডালখোলার ব্যবসায়ীদের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আমাদের কিছু দাবি আমরা বিধায়ক গৌতম পালকে জানিয়েছি। মূলত এখানে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা ছাড়াও মাদক কারবাড়িদের একটি বড় চক্র শহর ও আশেপাশের এলাকায় সক্রিয় রয়েছে আর তার জেরে বিভিন্ন সময় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। অপরদিকে গৌতম বাবু জানান, ডালখোলা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্লুপ্রিন্ট আমরা তৈরি করেছি। ডালখোলা পৌর এলাকায় স্টেট জেনারেল হাসপাতালের প্রয়োজন রয়েছে। আমি সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। তবে তার জন্য কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামো উন্নয়নের জন্য শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি খুব শীঘ্রই বেআইনি মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে পৌরপ্রশাসক তনয় দে, প্রশাসক মন্ডলীর সদস্য হিমাদ্রি মুখার্জী, স্বদেশ সরকার, গোপাল রায়, কৈলাশ সাহা, রেনু দেবী ভুহানিয়া, ডালখোলা ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পদ কুমার আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Next Post

খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশকর্মীরা

Mon Aug 30 , 2021
মালদা, ৩০ আগস্ট : খোয়া যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মালদার পুখুরিয়া থানার পুলিশ কর্মীরা। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুখুরিয়া থানা প্রাঙ্গণে ২২ টি নামিদামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল এবং একটি নোট ট্যাব প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিনের এই কর্মসূচিতে […]

আপনার পছন্দের সংবাদ