পায়ে হেঁটে দুঃসাধ্য অভিযানে অসমের অঞ্জলী, যাবেন লাদাখ

ইসলামপুর, ২৯ আগস্ট : ‘হাঁটুন এবং সুস্থ থাকুন।’ এই বার্তাকে ছড়িয়ে দিতেই পায়ে হেঁটে অসমের গৌহাটি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর চল্লিশের অঞ্জলী দাস। আগামী তিনমাসের মধ্যে ২৮০০ কিমির অধিক পথ হেঁটে লাদাখে পৌঁছে যাওয়ার আশা করছেন অঞ্জলীদেবী।

অঞ্জলীদেবীর বাড়ি অসমের গৌহাটিতেই। বহুদিন আগেই স্বামীকে হারিয়েছেন। বর্তমানে একমাত্র ছেলেকে নিয়েই তাঁর সংসার৷ অঞ্জলীদেবী মূলত একজন পর্বতারোহী৷ মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য ইতিমধ্যেই দার্জিলিং এবং সিকিমে গিয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। কিন্তু মানুষকে সুস্থ থাকার বার্তা দিতে ও ছেলের অনুপ্রেরণায় পায়ে হেঁটে লাদাখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জলীদেবী। ১২ দিন আগে গৌহাটি থেকে লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি। সঙ্গে রয়েছে তাঁর ছেলে ও ভাইপো। রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসে পৌঁছান এই পর্বতারোহী মহিলা। লাদাখের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অঞ্জলী দাস বলেন, বয়সের মাপকাঠির উর্ধে উঠে সবাইকে নিজের জন্য ও দেশের জন্য সুস্থ থাকতে হবে। অনেকেই ব্যায়াম করতে পারেন না কিন্তু সবাই হাটতে পারেন। আর এই পায়ে হাঁটাই মানুষকে ফিট এবং সুস্থ রাখতে পারে। মানুষ যদি সুস্থ বা ফিট থাকে তাহলে গোটা দেশ ফিট থাকবে৷ শরীর সুস্থ রাখতে বিভিন্ন ব্যায়াম থাকলেও অনেকেই তা ঠিকমতো করতে পারেন না। কিন্তু আমরা যদি দৈনিক ৪৫ মিনিট হাঁটি তাহলে শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে৷ আর মানুষ সুস্থ থাকলে ইণ্ডিয়া ফিট থাকবে। এই বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতেই পায়ে হেঁটে লাদাখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ রবিবার ১৩ তম দিন। আগামী ৩ মাসের মধ্যে লাদাখে পৌঁছে যাব বলে আশা করছি।’

Next Post

পঞ্চায়েতের প্রধান গঠনে বিজেপিকে সাহায্য, দলের পাঁচ পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূল নেতৃত্বের

Sun Aug 29 , 2021
মানিকচক, ২৯ আগস্ট : পঞ্চায়েতের প্রধান গঠনে বিজেপিকে সমর্থন করায় দলেরই পাঁচ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতে। যদিও অঞ্চল নেতৃত্বকে জানিয়েই এই সিদ্ধান্ত বলে পাল্টা দাবি বহিস্কৃত পঞ্চায়েত সদস্যেদের। গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।উল্লেখ্য, বিজেপি পরিচালিত মানিকচকের চৌকি […]

আপনার পছন্দের সংবাদ