নিউজ ডেস্ক , ৮ ডিসেম্বর : দুদিনের নিম্নচাপের বৃষ্টিতে মাথায় হাত চাষীদের৷ ফলে শীতকালীন আলু ও ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে৷ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এই চিত্র দক্ষিণ দিনাজপুরেও৷
ধানের ধলতা ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির
গত দুদিনের বৃষ্টিতে ক্ষতির মুখে দক্ষিণ দিনাজপুর জেলার আলু ও ধান চাষিরা। যারা এখনো পাকা ধান ঘরে তুলতে পারেননি, বৃষ্টির ফলে সেই সব ধানেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তাদের বক্তব্য অনেক দিন আগেই মাঠে আলু রোপন করা হয়েছে। চাপান দেওয়ার পর আলু গাছ বেধেও ফেলেছেন তারা। অন্যদিকে এখনও মাঠে আমন ধান রয়েছে। ধান কাটা হলেও তা ঝাড়াই বাছাই করে ঘরে তুলতে পারেননি বহু কৃষক। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত।
‘মিগজাউম’-এর প্রভাবে শহরে বৃষ্টির ভ্রুকুটি
গত বুধবার থেকে বৃষ্টি শুরু হয় বালুরঘাট সহ গোটা জেলা জুড়ে। খুব ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি বৃষ্টিপাত দিনরাত একই ভাবে চলে দুদিন ধরে৷ শুক্রবার পর্যন্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে ধান ও আলু বাদে অন্য সবজির ক্ষেত্রে এই বৃষ্টি উপকারী বলে কৃষি দপ্তরে তরফে জানানো হয়েছে। তবে অনবরত বৃষ্টির ফলে সাধারণ জনজীবন ব্যাহত হয়। শুক্রবার সকাল থেকেই আকাশ পরিস্কার হয়েছে। রোদ উঠেছে। তবে একই রকম ভাবে বৃষ্টি হলে পরে অন্য সবজিতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। যদিও এখনোই ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা জানানো মুশকিল বলেই জানিয়েছেন কৃষকেরা৷