নিউজ ডেস্ক : দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলার কাটা পা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিসের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটা ভেটার দিয়ে দেহাংশ কাটা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখা হয়৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের।
উল্লেখ্য শনিবারই তপনের রামচন্দ্রপুর এলাকায় উদ্ধার হয় এক মহিলার দুই কাটা পা। এতে শিউরে ওঠেন এলাকার লোকজন। তাদের অভিযোগ, নৃশংসভাবে খুন করা হয় কোনো এক মহিলাকে। এরপর পা কেটে এখানে জমিতে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে বেশকিছু তথ্য হাতে পায় পুলিশ। রবিবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশি জেলায় সে খুনের অভিযোগ স্বীকার করেছে। এদিন অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ।
স্নাতকস্তরে ভর্তিতে আসন সংরক্ষন পুরনো নিয়মেই,কলেজে ভর্তির জন্য চালু অনলাইন পোর্টাল
১৪ দিনের পুলিশি হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাশ্ববর্তী কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুরাখা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ ই জুন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। কাটা পা উদ্ধারের পর তার পরণের জুতো দেখে দেহ শনাক্ত করেন পরিবারের লোকেরা। শনিবারই মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।