নিউজ ডেস্ক , ৭ ডিসেম্বর : সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রে মাত্রাতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ। এর প্রতিবাদে এবারে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল বিজেপি। বৃহস্পতিবার হেমতাবাদে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার।
লাগাতার কর্মবিরতিতে সামিল হল অস্থায়ী পৌরকর্মীরা
তিনি গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানান, কিষান মান্ডিতে কৃষকদের সাথে জুলুমবাজি চলছে৷ অনৈতিক ভাবে কৃষকদের থেকে কুইন্টাল প্রতি ধানে ৭-৮ কেজি ধলতা নেওয়া হচ্ছে। সরকারি ভাবে কোনো সার কিংবা কীটনাশক পাচ্ছেন না কৃষকরা। অথচ সেগুলি বেশী দামে বাইরে বেঁচে দেওয়া হচ্ছে। সারের দাম অধিক পরিমানে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিডিও কিংবা এডিও-র কাছে অভিযোগ জানাতে গেলে তারা টালবাহানা করছে।
‘মিগজাউম’-এর প্রভাবে শহরে বৃষ্টির ভ্রুকুটি
অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লব বাবু। এ প্রসঙ্গে কৃষকরাও সংবাদ মাধ্যমের সামনে ধলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলপন। তারা বলছেন, কুইন্টাল প্রতি ধানে ৬-৭ কেজি ধলতা নিচ্ছে। যার জেরে ক্ষতির মুখে পরছেন কৃষকরা। ধলতার পরিমান কমানোর দাবী তুলেছেন কৃষকরা।