নিউজ ডেস্ক , ৬ ডিসেম্বর : বালুরঘাটে পাইকারী ও খুচরো সবজি ব্যবসায়ীদের মধ্যে বাজার স্থানান্তর নিয়ে মতবিরোধের জেরে অনির্দিষ্টকালের সবজি বাজার ধর্মঘট শুরু হল বুধবার থেকে৷ এই ঘটনায় তীব্র সমস্যায় পড়েছেব নিত্য দিন বাজার করতে আসা সাধারণ মানুষ৷
নারায়ণ বিশ্বাসের মরদেহ পৌঁছাল গঙ্গারামপুরে
পাইকারি ও খুচরো সবজি ব্যবসায়ীদের মধ্যে বিবাদের জেরে সবজি ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ব্যবসা ধর্মঘট শুরু হল বুধবার থেকে। করোনা সংকটের সময় এক জায়গায় যাতে বেশি মানুষ ভিড় না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পাইকারি সবজি ব্যবসায়ীদের তহ বাজার এলাকা থেকে সরিয়ে এনে বালুরঘাটের আন্দোলন সেতু এলাকায় স্থানান্তরিত করা হয়৷ তারপর থেকেই পাইকারি সবজি ব্যবসায়ীরা বালুরঘাটের আন্দোলন সেতু এলাকাতেই রাস্তার ওপরে সকাল ছটা থেকে সকাল ন’টার পর্যন্ত বিক্রয় করে আসছে।
দুস্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী, নেপথ্যে গ্রাম্য বিবাদ
অন্যদিকে বালুরঘাটের খুচরো সবজি ব্যবসায়ীদের দাবি ওই পাইকারি সবজি ব্যবসায়ীদের কাছ থেকে আন্দোলন সেতু এলাকা থেকে জিনিস কিনে তহ বাজারে এসে দোকান করতে তাদের সমস্যায় পড়তে হয়। তাই পুনরায় ওই পাইকারি বাজার প্রশাসনের পক্ষ থেকে তহবাজারে স্থানান্তরিত করার তোলেন তারা। তবে পাইকারি সবজি ব্যবসায়ীদের দাবি তাদের আন্দোলন সেতু এলাকাতেই দোকান করতে সুবিধা। স্বাভাবিকভাবেই দুই পক্ষের এহেন দাবিতে দেখা দিয়েছে বিবাদ৷ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান বিষয়টি তারা দুই পক্ষের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন৷ বিষয়টি জেলা শাসককেও জানানো হয়েছে।