নিউজ ডেস্ক : দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত এলাকা। ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়িঘর ভেঙে দিলো এলাকার ক্ষিপ্ত মানুষজন। রবিবার ঘটনাস্থলে যান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী।
নাবালিকা ধর্ষনের ঘটনায় এক যুবক কে ২৫ বছর কারাদন্ডের আদেশ দিলো আদালত
এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পুলিশ যখন খাওয়া-দাওয়া করছিল ঠিক সেই সময়ে এই ভাঙচুর চালায় উত্তেজিত মহিলারা। এদিকে ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া অভিযুক্তের পরিবারের সদস্যরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷ অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক রাজনৈতিক দলের একাধিক পোস্টার।