নিউজ ডেস্ক , ৮ ডিসেম্বর : লোকসভা নির্বাচনের আগে নতুন ট্রেন পেল বালুরঘাট৷ বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত নতুন ট্রেনের চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলাজুড়ে।
সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে নিয়ে যেতে হাজির ইডি
বছর ঘুরলেই লোকসভা ভোট৷ তার আগে রেলমন্ত্রকের তরফে নতুন ট্রেনের উপহার পেল দক্ষিণ দিনাজপুর জেলা৷ বালুরঘাট থেকে শিয়ালদা সরাসরি নতুন ট্রেনের ঘোষণা করা হলো রেলমন্ত্রকের তরফে। এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষ৷ উল্লেখ্য রেলের মানচিত্রে বালুরঘাট খুব বেশি পুরনো নয়। ২০০৪ সালে চালু হয় বালুরঘাট একলাখি রেল প্রকল্প। তাতেই উত্তর দিনাজপুর জেলার চাইতে রেলের উন্নয়নে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ দিনাজপুর। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টাতেই কার্যত রেলের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।
দুদিনের বৃষ্টিতে ক্ষতির মুখে আলু ও ধান চাষিরা
রেলমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে যে ঘোষণা করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত নতুন ট্রেনের৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন জেলাবাসী৷ কিন্তু সেই দাবি যাতে বাস্তবরুপ পায় তা নিয়ে তৎপর ছিলেন তিনি৷ শীঘ্রই নতুন ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি৷