নিউজ ডেস্ক , ৭ ডিসেম্বর : আগামী ৮ থেকে ১০ ই ডিসেম্বর পর্যন্ত তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলা মোদের গর্ব।
লাগাতার কর্মবিরতিতে সামিল হল অস্থায়ী পৌরকর্মীরা
উৎসবের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি নেতৃত্বে পৌরসভার উৎসব ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী, পৌরপতি রাম নিবাস সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,যুগ্ম বিডিও সন্দীপন দে প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে। স্বনির্ভর দলের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী যেমন থাকবে পাশাপাশি তিন ধরে মেলা প্রাঙ্গনে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। বিদ্যালয়ের মাঠও ঘুরে দেখেন মহকুমা শাসক।