নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৬ নভেম্বর : ওরা মূক। ওরা বধির। ওদের কেউ মা হারা। আবার কারো বাবা নেই। অনাথ এই শিশুদের বছরভর দিন কাটে চার দেওয়ালের আবদ্ধ ঘরের মধ্যেই। বাইরের আনন্দ উৎসবে অংশ নেওয়ার সুযোগ মেলে না তাঁদের।
পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর নিয়ন্ত্রিত রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত একমাত্র মূক ও বধির হোমের আবাসিক তাঁরা। করোনা আবহের মধ্যেও সোমবার হোমের আবাসিকরাও শামিল হল ভাতৃদ্বিতীয়া উৎসবে৷ এদিন হোমের ভেতরেই কর্তৃপক্ষ আবাসিকদের জন্য ভাতৃদ্বিতীয়া উৎসবের আয়োজন করে। ধান, দুর্বা আর মঙ্গলদ্বীপ জ্বালিয়ে ও চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়েদের কপালে মঙ্গল তিলক এঁকে দিয়েছে হোমের ছোট ছোট মেয়েরা৷ সেই সঙ্গে নানা রকম মিষ্টি দিয়ে তাদের মিষ্টিমুখ করিয়ে দেয় তাঁরা৷ বছরভরের দুঃখ, যন্ত্রণা এবং হতাশা দূরে সরিয়ে এদিন ভাইফোঁটা উৎসবে আনন্দে মেতে ওঠে হোমের অনাথ শিশুরা৷ বছরের এই একটা দিনে একটু আনন্দের ছোঁয়া পেয়ে খুশিতে ডগমগ হয়ে ওঠে এই অবলা শিশুরা। হোমের সুপার পার্থ সারথী দাস বলেন, হোমের আবাসিকদের একটু আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রতিবছর জাঁকজমকভাবেই পালন করা হলেও এবছর একটু খামতি ছিল৷ সংঘবদ্ধভাবেই ভাতৃদ্বিতীয়া উৎসবে অংশ নিয়েছে আবাসিকরা। হোম সূত্রে জানা গেছে বর্তমানে এই আবাসনে বর্তমানে ৪৯ জন বালক এবং ১৩ জন বালিকা রয়েছে।