নিজস্ব সংবাদদাতা , ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জামায়াতে ইসলামী হিন্দের উদ্যোগে ফল এবং মিষ্টি বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের রোগী এবং কর্মীদের মধ্যে সেগুলি বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে শেখ জালাল উদ্দিন আহমেদ, কাজী আব্দুল রেজ্জাক, শাহজাহান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সভাপতি শেখ জালাল উদ্দিন আহমেদ বলেন, আমরা প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস এর কর্মসূচিকে ঘিরে নানা রকম সামাজিক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করি। তারই অঙ্গ হিসেবে আজ উত্তর দিনাজপুর জামায়াতে ইসলামী হিন্দ এর উদ্যোগে ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে থাকা রোগী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মধ্যে ফলমূল এবং মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের সাথে কুশল বিনিময় করেন সংগঠনের কর্মীরা।এদিনের কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী হিন্দের সভাপতি শেখ জালাল উদ্দিন আহমেদ, জেলা কনভেনার কাজী আব্দুল রেজ্জাক, জেলা সভাপতি শাহজাহান আলী, আব্দুল মালেক, জাহাঙ্গীর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অপরদিকে জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে ডালখোলা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফল এবং মাক্স বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে শ্যামল বাগল, অপূর্ব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় কুড়ি জন রোগীর মধ্যে ফল এবং মাক্স বিতরণ করা হয়।