নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ১০ ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে রুখে দিল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামে। জানা গিয়েছে পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের চৌষা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওই নাবালিকার। বৃহস্পতিবার রাতে ছিল বিয়ের অনুষ্ঠান।
ফলে সকাল থেকেই বিয়ের প্রস্তুতির তোড়জোড় চলছিল মেয়ের বাড়িতে৷ গোটা বাড়ি প্যাণ্ডেলে সাজিয়ে তোলা হয়৷ বরযাত্রী ও আমন্ত্রিত অতিথিদের জন্য ভুরি ভোজের আয়োজনও হচ্ছিল। কিন্তু বিয়ের আগেই এদিন বিকেলে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও চাইল্ড লাইনকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যান ব্লক প্রশাসনিক আধিকারিকেরা। নাবালিক মেয়েকে কেন পড়াশোনা না করিয়ে এত কম বয়সে বিয়ে দিচ্ছেন তা বাবা মায়ের কাছে জানতে চান তারা। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া যে আইনের চোখে অপরাধ তা মেয়ের পরিবারের সদস্যদের বোঝান প্রশাসনিক আধিকারিকেরা। তাই আঠারো বছরের আগে যাতে মেয়ের বিয়ে না দেওয়া হয় সেব্যাপারে মেয়ের বাবা মাকে সতর্ক করে বিয়ে বন্ধ করে দেন তারা।