বাস থেকে কয়েক লক্ষ টাকার জাল লটারি টিকিট উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। এই ঘটনায় ডালখোলা শহরে জাল লটারির ব্যবসা যে এখনও বহাল তবিয়েতে চলছে তা আরও একবার প্রমানিত হলো।
উদ্ধার হল চুরি যাওয়া দেবী প্রতিমার অলংকার
জানা যায়, রবিবার সকালে কিশনগঞ্জ থেকে পুর্ণিয়া অভিমুখি বেসরকারী বাসে মালিক বিহীন একটি কার্টুন দেখে সন্দেহ হয় বাস কর্মীদের। এরপর ডালখোলা থানার পূর্ণিয়া মোড় বাসস্ট্যান্ডে স্থানীয়দের সহযোগিতায় সে কার্টুনটি খুলতেই দেখা যায় তাতে রয়েছে জাল লটারির টিকিট।
২৪ ঘন্টার মধ্যেই ফের রায়গঞ্জ মেডিক্যালে ঝামেলা, আটক ৩ বহিরাগত
ডালখোলা থানায় খবর দিলে পুলিশ ওই জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। সূত্রের খবর উদ্ধার হওয়া জাল টিকিটের বাজার মূল্য প্রায় ছয়লক্ষ টাকা।অপরদিকে এবিষয় সম্পর্কে ঠিক কি জানিয়েছেন ডালখোলা পুরসভার প্রাক্তন কাউন্সিলর মহঃ হালিম শোনাবো আপনাদের।