বিধায়কের উদ্দ্যোগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ইটাহারে

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৮ ডিসেম্বর : গামারি নদীর খাড়ির ওপর সেতু এবং স্লুইস গেট পুনঃনির্মাণের কাজের শিলান্যাস করা হল ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লকের ঘেরা ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে এই কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। রাজ্য সরকারের সেচ দপ্তরের প্রায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ হবে ব্রিজের নির্মানে এবং ৪ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করা হবে স্লুইস গেটের নির্মাণে। এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষেরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি মেনে, গামারী নদীর খাড়ির উপর সেতু ও স্লুইস গেটের পুননির্মাণের কাজের শিলান্যাস করা হল ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লকের ঘেড়া ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে পুননির্মাণের কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। জানা যায়, ইটাহার ব্লকের গুলন্দর ১ নং অঞ্চলের ঘেড়া দৌলতপুর এলাকায় গামারী নদীর ওপরে ব্রিজ নির্মানের জন্য পশিমবঙ্গ সরকারের সেচ দফতরের প্রায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দে ও স্লুইস গেট প্রায় ৪ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দে নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে এই ব্রিজ বেহাল অবস্থায় পরে ছিলো। এলাকার মানুষেরা যাতায়াত করতে খুব সমস্যায় পড়তেন। সেই কথা ভেবে ইটাহারের বিধায়ক অমল আচার্যর উদ্যোগে এই কাজ শুরু করা হল। বিধায়কের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। এদিনের কর্মসূচিতে বিধায়ক অমল আচার্য, সমাজসেবী অমিত গাঙ্গুলী, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলোক আচার্য্য, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Next Post

স্ত্রীর মর্যাদা দানে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় যুবতী, ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Tue Dec 8 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৮ ডিসেম্বর : স্ত্রীর মর্যাদা প্রদানের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসলেন এক যুবতী। মঙ্গলবার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় নয় বছর আগে এলাকার বাসিন্দা প্রশান্ত দাসের সঙ্গে তরুণী পূজা দাসের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। পুজার পরিবার প্রশান্তের তুলনায় […]

আপনার পছন্দের সংবাদ