একই বিদ্যালয়ে তিনবার চুরি, ঘটনায় চাঞ্চল্য

একই বিদ্যালয়ে তিনবার চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার রাতে আবারো চুরির ঘটনা উত্তর ডালখোলা উচ্চ বিদ্যালয়ে। যা নিয়ে চিন্তায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রথমে স্কুলে থাকা দুটি পানীয় জলের টিউবওয়েল চুরি যায়। সে সময় স্কুলে থাকা একাধিক সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে দুষ্কৃতিরা।

নতুন করে নদীভাঙন, সমস্যায় নদীপাড়ের বাসিন্দারা

এমনকি সিসিটিভির ডিভিআর নিয়ে চম্পট দেয় চোরেরা। দ্বিতীয় বার দরজার তালা ভেঙ্গে স্কুলের মিড ডে মিলের চাল সহ রান্না করার একাধিক সামগ্রী চুরি যায়। সব শেষে সোমবার রাতে স্কুলের মিডডেমিলের ঘরে থাকা জলের মোটর সহ রান্না করার প্রায় সব বাসন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা। এমনকি মিডডেমিলে রান্নার করার জন্য রাখা সব্জিও নিয়ে যায় দুষ্কৃতিরা। মঙ্গলবার স্কুল খোলার সময় দরজার তালা ভাঙার ঘটনাটি নজরে আসে স্কুলের কর্মীদের। এরপরই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে।এঘটনায় বিদ্যালয়ে চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সহ অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাঙন সমস্যা পরিদর্শনে গিয়ে মন্ত্রীর ধমক

Next Post

হুমায়ুন কবিরের প্রস্তাব প্রত্যক্ষ্যান করে মমতার পক্ষে সওয়াল ফিরহাদের

Tue Nov 19 , 2024
প্রশাসন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্যাপেবল। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালাবেন। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার দাবি কে এই ভাবেই নস্যাৎ করে দিলেন মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই বিদ্যালয়ে তিনবার চুরি, ঘটনায় চাঞ্চল্য তার পাল্টা দাবি আমরা নির্বাচনে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম