রাজ্য পর্যায়ে স্কুল গেমসে জয়কয়কার উত্তর দিনাজপুরের

রাজ্য পর্যায়ে স্কুল গেমসে জয়কয়কার উত্তর দিনাজপুরের

নিউজ ডেস্ক , ২০ নভেম্বর : ৬৭ তম রাজ্যস্তরীয় স্কুল গেমস মিটে জয়জয়কার উত্তর দিনাজপুর জেলার। গত ১৭ তারিখ থেকে কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগীতা। যেখানে এ জেলা থেকে মোট ২৭ জন প্রতিযোগী অংশ গ্রহন করে।

করণ রাজার পুকুরে ছটপুজো করলেন সভাধিপতি ও বিধায়ক

যাদের মধ্যে ১৫ জনই পদক পেয়েছেন। বিশেষ ভাবে উল্লেখ্য, ৩ হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক অর্জন করেছেন মহঃ মহসিন আওয়াল। তিনি মোট ৪ টি ইভেন্টে অংশ নিয়ে ১টি স্বর্ন, ১ টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৭ জন বাংলাদেশী

বাকীরাও যথেষ্ট ভালো ফল করেছেন বলে জানা যায়। মহসিন আগামী ২৬ তারিখ জাতীয়স্তরে খেলতে যাবেন। সোমবার তারা রায়গঞ্জ স্টেশনে ট্রেন থেকে নামেন। সকলেই প্রতিযোগীদের শুভেচ্ছা জানান।

Next Post

দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী,এলাকায় চাঞ্চল্য

Wed Nov 22 , 2023
নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের।তুমুল বাক বিতন্ডার মাঝে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে স্বামী।ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।ঘটনাস্থলে হানা দিয়ে স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরপুকুর দক্ষিন চট্টা […]

আপনার পছন্দের সংবাদ