নিউজ ডেস্ক , ৯ ডিসেম্বর : এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও কোনো ঘটনার কিনারা করছে না স্থানীয় থানার পুলিশ। এই অভিযোগ তুলে এবারে বৃহত্তর আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। ঘটনাস্থল হেমতাবাদের বাঙ্গালবাড়ি এলাকা। এই ইস্যুতে শনিবার ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন।
পাশাপাশি হেমতাবাদ-বাঙ্গালবাড়ি গ্রামীন সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। তারা সরাসরি পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন। তাদের অভিযোগ, বাঙ্গালবাড়ি এলাকায় গৃহস্থ বাড়ি থেকে শুরু করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান সর্বত্রই চলছে লুটতরাজ। ইদানিং এই অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। শম্ভু চ্যাটার্জি নামের এক হৃহকর্তা জানান, ৩ মাস আগে তার বাড়ির জানালা কেটে চুরির ঘটনা ঘটে। বাড়িতে ঢুকে দুস্কৃতীরা সোনা, রুপা, টাকাপয়সা, ল্যাপটপ চুরি করে পালায়।
লোকসভা নির্বাচনের আগে নতুন ট্রেন পেল বালুরঘাট
পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা হয়নি। যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন শম্ভু বাবু। মোক্তার হোসেন নামের এক ব্যবসায়ী জানান, বাঙ্গালবাড়ি মোড়ে ইলেকট্রনিক সরঞ্জাম মেরামতির দোকান রয়েছে। সেই দোকানে গত বুধবার রাতে ১ ঘন্টা ধরে লুটপাট চলে। পরে সিসিটিভিতে দেখা যায় টোটো করে সব সরঞ্জায় নিয়ে দুস্কৃতীরা পালায়। সব ফুটেজ পুলিশের হাতে তুলে দিলেও ধরা পরেনি অভিযুক্তরা।ব্যবসায়ী প্রশান্ত নিয়োগী জানান, বার বার চুরির ঘটনা ঘটলেও কেনো পদক্ষেপ গ্রহন করছে না পুলিশ। মার্কেট এলাকায় সিভিক মোতায়েন থাকলেও তাদের ভূমিকা নেই। তাই পর্যাপ্ত নিরাপত্তার দাবী জানিয়েছেন তিনি।যদিও পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে বলে পুলিশ সূত্রের খবর।