নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : পাগলা ষাড়ের দাপাদাপিতে আতংক ছড়িয়েছে কালিয়াগঞ্জ শহরে মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায়। ইতিমধ্যেই তার ধাক্কায় জখম হয়েছে বেশকয়েকজন বাসিন্দা। শনিবার রাতে সেই পাগলা ষাড় ক্ষেপে গিয়ে বেশকয়েকজনকে সজোরে গুঁতো মারে৷
ঘটনায় বেশ কয়েকজন কমবেশি আহত হয়। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহতদের৷ এই ঘটনায় আতংকিত এলাকার লোকজন। রাস্তায় বের হলে কখন কে তার হামলার শিকার হন তা নিয়ে দুশ্চিন্তায় অনেকে৷ ঘটনা জানতে পেরে পাগলা ষাড়কে বাগে আনতে তৎপর হয় পৌরসভা ও বন দফতর৷ পাশাপাশি দমকল, পুলিশ ও পশু প্রেমী সংস্থাকেও খবর দেওয়া হয়। পৌরসভার পৌরপ্রধান রাম নিবাস সাহা,থানার আইসি সুবল ঘোষের উপস্থিতিতে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মী ও পশুপ্রেমী সংস্থার সহযোগিতায় ষাড়টি আটক করা হয়। ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে কাবু করা হয় ষাড়টিকে৷ এই ঘটনায় এক প্রকার স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ৷