দুস্কৃতীদের জেরা করে মিলল সাফল্য। হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরের চুরির ঘটনায় উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত অলংকার। শনিবার সকালে হেমতাবাদ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার রয়েছে সমস্ত জিনিসপত্র।
২৪ ঘন্টার মধ্যেই ফের রায়গঞ্জ মেডিক্যালে ঝামেলা, আটক ৩ বহিরাগত
পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতিরা চুরির পর অলংকার গুলি ওই এলাকায় মাটির নিচে পুঁতে রেখেছিল। উদ্ধার হয়েছে রুপোর মুকুট, খড়গ, কোমরের বিছে এবং পায়ের নুপুর। প্রসঙ্গতঃ গত সোমবার রাতে বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এই সমস্ত অলংকারগুলি দেবী প্রতিমার শরীর থেকে খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এরপর ওই এলাকায় লাগানো সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ।
ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত তিন পরিযায়ী শ্রমিক
তল্লাশি চালিয়ে বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া থেকে গ্রেফতার করা হয় রামকৃষ্ণ সরকার ও গোলাম রহমান নামের দুই দুষ্কৃতীকে। তাদের জেরা করে শেষমেশ মেলে সাফল্য। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।