নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৫ মার্চ : মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের আব্দুল বারেক নামে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ মাতলাব।
রবিবার গভীর রাতে শেখপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত ১৩ ই মার্চ মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের আমবাগান থেকে তৃণমূল কর্মী আব্দুল বারেকের মৃতদেহ উদ্ধার হয়। পেশায় নলকূপ তৈরীর কাজ করতো সে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত দুদিন আগে পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বচসা হয় আব্দুল বারেকের। তারপর থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। শনিবার সকালে বাড়ি থেকে কয়েক মিটার দূরে একটি আমবাগানে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান কেউ বা কারা তাকে খুন করে সেখানে ফেলে দিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এমনকি এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ শেখ মাতলাব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। রবিবার গভীর রাতে শেখপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ মাতলাবের কাছ থেকে সুদের বিনিময়ে ৭৫ হাজার টাকা ধার নিয়েছিল আব্দুল বারেক। আর সেই টাকা নিয়ে গন্ডগোলের জেরেই আব্দুল বারেককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।