আরসিটিভি সংবাদ : দানব আকৃতির মাছ ধরা পড়লো জেলেদের জালে।বুধবার সেই মাছ নিয়ে আসা হয় মালদার ইংরেজবাজারের নেতাজি পৌরবাজারে থাকা এক মাছ আড়তে।
জানা গিয়েছে মানিকচকের মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে ওই বিশালাকৃতির বাঘার মাছ। মাছটির ওজন প্রায় ৯১কেজি। এক মাছবিক্রেতা মানিকচক এলাকা থেকে ৩০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে আসেন নেতাজি পৌরবাজার মাছ আড়তে।
আরও পড়ুন – রায়গঞ্জে আলুর ফলন ঘিরে বিপাকে কৃষকরা !
বুধবার সকাল থেকে মাছ দেখতে ভিড় জমান বহু মানুষ।মাছের আকৃতি দেখে রীতিমতো অবাক সকলেই। ভালো দাম পাওয়ার আশায় সেটিকে নেতাজী পৌরবাজারে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন – রায়গঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !