নিউজ ডেস্ক , মানিকচক , ২৫শে ফেব্রুয়ারি : সার্টিফিকেট জালিয়াতি করে চাকরিতে নিয়োগপত্র। ঘটনায় অভিযুক্ত চাকরিপ্রার্থীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত তপন মন্ডল মালদহের ভূতনি থানার উত্তর চন্ডিপুর অঞ্চলের তাজপুর এলাকার বাসিন্দা।
দিনকয়েক আগেই তপন মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয় উচ্চ আদালত। জানা গিয়েছে, কোচবিহারের প্রাণনাথ হাইস্কুলে শিক্ষক হিসেবে নিয়োগপত্র পান অভিযুক্ত তপন মন্ডল। পরে জানা যায় তার এস সি সার্টিফিকেটটি জাল। যদিও তার দাবি, তিনি নিয়োগপত্র পেলেও চাকরিতে যোগদান করেননি। কিন্তু, জাল শংসাপত্র দেখিয়ে চাকরির ঘটনায় কড়া অবস্থান নেয় উচ্চ আদালত।
দেবীর বেদী সরানোয় উত্তাল মধুপুর !
মালদার মহকুমাশাসকও জাল শংসাপত্র তৈরির ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন পুলিশে।
উচ্চ আদালতের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার রাতে মথুরাপুর ভূতনি সেতুর কাছে তাকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা করার পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।