আরসিটিভি সংবাদ :রাত বারোটা নাগাদ বিকট আওয়াজে কেঁপে উঠল রাজ্য সড়ক। পরপর দুটি তাজা কৌটো বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচলের কলিগ্রাম প্রাণ সাগর এলাকায়। সপ্তাহখানেকের মধ্যে পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্কের রয়েছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন – খেলার মাঠে বসছে মদ জুয়ার আসর !
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচোল আশাপুর রাজ্য সড়কের ধারে প্রাণসাগর এলাকার বাসিন্দা জিয়াউল আলীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বাড়ির সকলে যখন ঘুমোচ্ছিলঠিক সে সময় তার বাড়ির সদর দরজার সামনে ফাটানো হয় এই বোমা দুটি।বোমার আওয়াজে জিয়াউল আলীর পরিবার সহ প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখেন রাজ্য সড়কের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিনের কৌটো থেকে শুরু করে প্লাস্টিকের দড়ি ও ছোট পাথর।সকাল হতে চাঁচল থানার পুলিশকে বিষয়টি তিনি জানান।পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমা ফেলছে বলে অভিযোগ বিজেপির।অন্যদিকে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব।