রায়গঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

রায়গঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আরসিটিভি সংবাদ :  এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতা গৃহবধূর স্বমীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় বাসিন্দারা খুনের অভিযোগ তুলে ধৃত স্বামীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা সমিত বিশ্বাস ওরফে সান্টু প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্বেও ফুলতা বর্মন নামে এক মহিলাকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মিলনপাড়াতেই একটি বাড়িতে ভাড়া থাকতো সে। মঙ্গলবার রাতে দ্বিতীয় স্ত্রী ফুলতা বর্মনের মৃত্যু হয়।

আরও পড়ুন – বিকট শব্দে কেপে উঠলো এলাকা!কেন?

স্বামী সান্টুর দাবি ভাড়া বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফুলতা। ফুলতার স্বামী সান্টু বলেন, আমি যখন আমার স্ত্রীকে উদ্ধার করি তখনও সে বেঁচেছিল। তাই আমি স্ত্রীকে কোলে করে নিয়ে বাঁচানোর জন্য হাসপাতালের দিকে ছুটি। কাউকে ডেকে না পাওয়ায় একাই নিয়ে যাই। কিন্তু তার আগেই মারা যায় সে। সান্টু এও বলে যে তার সাথে স্ত্রী ফুলতার মঙ্গলবার সন্ধ্যাবেলা সামান্য ঝগড়াঝাটি হয়েছিল। মৃতার স্বামী সমিত ওরফে সান্টু আত্মহত্যার কথা বললেও তা মানতে নারাজ পাড়া প্রতিবেশী থেকে যে বাড়িতে তারা ভাড়া থাকে সেই বাড়ির মালিকও। তাঁদের অভিযোগ, সান্টু তার স্ত্রীকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করছিল।

আরও পড়ুন – বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা !

স্থানীয় বাসিন্দা খোকন দাস জানিয়েছেন, সান্টুর প্রথম স্ত্রী ও তাদের সন্তান সন্ততি থাকা সত্বেও আবারও এক মহিলাকে বিয়ে করে এনেছে। প্রায় প্রতিদিনই এই স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো। সান্টু তার বর্তমান স্ত্রী ফুলতাকে খুনই করেছে। গলায় ফাঁস দিয়ে মারা গেলে রক্ত থাকতোনা। আর যেঘরে ফাঁসি দিয়েছে বলেছে সেই ঘরেও মৃতদেহ উদ্ধার হয়নি। মৃতদেহ উদ্ধার হয়েছে সান্টুর নির্মিয়মান বাড়ির একটি ঘরে। যেখানে প্রচুর রক্ত পরে রয়েছে।এদিকে যে বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে বলে মৃতার স্বামী সান্টু জানিয়েছে সেই বাড়ির মালিক হেনা দাস জানিয়েছেন, আমাদের পাশের ঘরে ফাঁসি দিল এবং তাকে নিয়েও চলে গেল সান্টু অথচ আমরা কেউই জানতে পারলাম না। আমাদের বাড়িতে ফাঁসি দেওয়ার ঘটনা ঘটেছে আমরা জানিইনা।

আরও পড়ুন – পরিযায়ী শ্রমিক মৃত্যু নিয়ে কি বললেন দিলীপ ঘোষ ?

গৃহবধূ ফুলতা বর্মনের মৃত্যুর ঘটনা নিয়ে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর পুষ্পা মজুমদার জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পাড়া প্রতিবেশী সকলেই সান্টুর বিরুদ্ধে তার স্ত্রী ফুলতাকে খুন করার অভিযোগ তুলেছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মিলনপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ মৃতার স্বামী সান্টুকে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Next Post

রায়গঞ্জে আলুর ফলন ঘিরে বিপাকে কৃষকরা !

Wed Feb 22 , 2023
আরসিটিভি সংবাদ :  একাধারে আলুর ফলন ও দাম নিয়ে চূড়ান্ত বিপাকে রায়গঞ্জ মহকুমার কৃষকরা। সারের অগ্নিমূল্য ও প্রতিকূল অবহাওয়ার তীব্র প্রভাব পরেছে বলে দাবী কৃষকদের। এই পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবী জানিয়েছেন তারা। যদিও জেলায় গড় হিসেবে আলুর ফলন স্বাভাবিক রয়েছে বলে দাবী কৃষি দফতরের। আলুর ফলন ঘিরে এবছরে অসন্তোষ ছড়িয়েছে […]
আলুর ফলন ঘিরে বিপাকে কৃষকরা

আপনার পছন্দের সংবাদ