মানিকচক, ২৭ জুলাই : শতায়ু বৃদ্ধার মৃত্যুতে ঢাকঢোল পিটিয়ে শ্মশান যাত্রা করল এলাকাবাসীরা। মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল মালদার মানিকচক থানার মথুরাপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত্যুকালে ওই বৃদ্ধার বয়স হয়েছিল ১০৫ বছর। এদিন ডিজে সহকারে এলাকার লোকজন শ্মশানে পৌঁছান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ওই বৃদ্ধার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম অহিল্লা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। আর এতেই আনন্দ আত্মীয় পরিজনদের। ঠাকুরমার মৃত্যুতে আনন্দে মেতে ওঠে বৃদ্ধার পৌত্ররা। দীর্ঘ সময় ধরে পরিবারকে আগলে রেখেছিলেন এই বৃদ্ধা। বয়সের সাথে বৃদ্ধার ছয় পুত্র সন্তানদের মধ্যে জীবিত তিন সন্তান। বড় পরিবারকে এতদিন আগলে ধরে ছিলেন বৃদ্ধা। তবে মঙ্গলবার সকালে ঐ বৃদ্ধার মৃত্যু হয়। তবে তার মৃত্যুতে শোকজ্ঞাপন এর বদলে আনন্দে মেতে ওঠে পরিজন এবং এলাকাবাসীরা। মঙ্গলবার বিকেল নাগাদ বৃদ্ধার শ্মশান যাত্রা বের হয়। যে শ্মশানযাত্রায় ডিজে বাজিয়ে আবির সহ বিভিন্ন সামগ্রীর মাধ্যমে আনন্দে মেতে ওঠেন পরিজনেরা। গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকশো মানুষের ভিড় গোটা মথুরাপুর এলাকায় পরিক্রমা করে। মৃত বৃদ্ধার পৌত্র মানিক ঘোষ জানান, এতটা বয়স সচরাচর মানুষ এখন খুব কম বাঁচে। ঠাকুমার এত বয়স ধরে পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। চোখের সামনে অনেক কাউকে চলে যেতেও দেখেছেন। তার মৃত্যুতে আনন্দ করছে গোটা পরিবারের সদস্যরা। এতটা সময় বেঁচে থেকে জীবনের সব স্বাদই বুঝেছে তাই আনন্দের সাথে ঠাকুমাকে বিদায় দেওয়া হচ্ছে।