আরসিটিভি সংবাদ :বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয় পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্জুন দাস নামে এক পরীক্ষার্থীর। ওই ছাত্র তার বাবা বিষ্ণু দাসের সাথে মোটরবাইকে চেপে বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল।
আরও পড়ুন – ভুতুড়ে বিল নিয়ে নাজেহাল কাঠমিস্ত্রি!
পথে রাজগঞ্জ ব্লকের মহারাজাহাট এলাকায় দাঁতাল হাতির হানায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের। এই খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃত ছাত্রের বাড়িতে ছুটে আসেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
আরও পড়ুন – সোশ্যাল মিডিয়ায় ফাঁস ভুয়ো চিকিৎসকের কীর্তি !
জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, জঙ্গল সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বনকর্মীদের মাধ্যমেই জঙ্গলের রাস্তা দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই ছাত্রের মায়ের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিমকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনে ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী নিজের হেলিকপ্টারটিও রেখে গিয়েছেন। এদিকে এই ঘটনার পরেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে বন বস্তির এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন – মালদায় বিশালাকৃতির মাছ !
এদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এবং জেলাশাসক মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে এসেছি।সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আজ যে ঘটনা ঘটল তা দুর্ভাগ্যজনক।
আরও পড়ুন – শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা
এই ঘটনার পরই উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, ওই এলাকায় হাতির হানার আশঙ্কা রয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা বনকর্মীদের নিয়োগ করার পাশাপাশি নজরদারি বাড়ানোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। জঙ্গল সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য বনকর্মীদের সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।