চাঁচল, ২৮ জুলাই : মৃত ব্যক্তির একাউন্টে ঢুকছে সরকারি প্রকল্পের টাকা। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচল ১ নং ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দা পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় অভিযোগের তীর পঞ্চায়েতের ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্যা ও সুপারভাইজারের বিরুদ্ধে।
জানা গিয়েছে, এই পঞ্চায়েতের ১০০ দিনের প্রকল্পে হারিয়ান ব্রিজ থেকে ভগবানপুর পর্যন্ত ক্যানেল সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু সেই ক্যানেল সংস্কারের কাজে ভুয়ো মাস্টাররোল দেখিয়ে জীবিতদের পাশাপাশি মৃত ব্যক্তির একাউন্টে টাকা জমা করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের।১০০দিনের প্রকল্পে কয়েকলক্ষ টাকা আর্থিক তছরুপে পঞ্চায়েতের সুপারভাইজার গণেশ রবিদাস ও ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্যা মঞ্জুরা বিবি জড়িত বলে অভিযোগ তাদের। এই ঘটনায় মহকুমাশাসক ও বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বুধা আলি সহ অন্যান্য গ্রামবাসীরা। এমনকী জেলাশাসকের কাছেও অভিযোগ জানানো হবে। বুধা আলী অভিযোগ করে বলেন, ১০০ দিনের কাজ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছেন সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য। ভুয়ো মাস্টাররোল দেখিয়ে জীবিতদের পাশাপাশি মৃত ব্যক্তির একাউন্টে টাকা ঢুকাচ্ছে সুপারভাইজার। আর্থিক তছরুপের ঘটনায় বিডিও এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই দূর্নীতি বন্ধে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন বুধা আলি।যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্যা।তাদের দাবী যারা কাজ করেছে তাদের একাউন্টে টাকা জমা করা হয়েছে। মূলত তাদের ফাঁসানোর জন্যই উদ্দেশ্যপ্রণোদিত এমন অভিযোগ আনা হয়েছে বলে দাবী পঞ্চায়েত সদস্যা মঞ্জুরা বিবির। মঞ্জুরা বিবি জানিয়েছেন, একশো দিনের কাজে যারা কাজ করেছে তাদের একাউন্টেই টাকা জমা করা হয়েছে। এই পঞ্চায়েত মূলত কংগ্রেস পরিচালিত হওয়াতেই তৃণমূল নেতৃত্ব এমন অভিযোগ এনেছে। তাদের ফাঁসানোর জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবী করেছেন পঞ্চায়েত প্রধান মঞ্জুরা বিবি। অন্যদিকে এ বিষয়ে চাঁচল ১ নং ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য জানান, পঞ্চায়েতের সদস্যা ও সুপারভাইজারের বিরুদ্ধে দূর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।